|
প্রিন্টের সময়কালঃ ১১ ডিসেম্বর ২০২৫ ০২:৪৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ ডিসেম্বর ২০২৫ ০৫:৪৭ অপরাহ্ণ

মাগুরায় এনসিপির ৭৩ সদস্যের জেলা কমিটি ঘোষণা


মাগুরায় এনসিপির ৭৩ সদস্যের জেলা কমিটি ঘোষণা


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাগুরায় ৭৩ সদস্যের জেলা কমিটি ঘোষণা করেছে। নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা গণঅধিকার পরিষদের সাবেক সহসভাপতি ও ব্যবসায়ী মো. রাসেল মজুমদার। সদস্যসচিব করা হয়েছে ব্যবসায়ী মো. সুলতান হোসেনকে।
 

মঙ্গলবার রাতে এনসিপির ফেসবুক পেজে প্রকাশিত কমিটির তালিকায় দলের সদস্যসচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর স্বাক্ষর রয়েছে। কমিটির মেয়াদ ছয় মাস নির্ধারণ করা হয়েছে।
 

দলীয় সূত্র জানায়, আহ্বায়ক মো. রাসেল মজুমদার মাগুরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। আট মাস আগে তিনি গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেন। সদস্যসচিব সুলতান হোসেনের বাড়ি শালিখা উপজেলার শতখালী গ্রামে।
 

নতুন কমিটিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন খাজা মো. তরিকুল ইসলাম। এছাড়া সাতজন যুগ্ম আহ্বায়ক, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব মো. হাসান ইমাম পলকসহ আটজন যুগ্ম সদস্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।
 

বিষয়টি জানতে শীর্ষ দুই নেতার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া ক্রীড়া সংগঠক সালেহ আহমেদ শাকিল বলেন, “মাগুরায় এনসিপির এটি প্রথম জেলা কমিটি। শিগগিরই উপজেলা পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা হবে। নতুন নেতৃত্ব রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক তৎপরতা ও স্থানীয় সমস্যার সমাধানে জনসম্পৃক্ততা বাড়াতে কাজ করবে।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫