চুল কালার করলে কি দ্রুত পেকে যায় ?

অল্প বয়সে চুল পেকে যাওয়া অস্বাভাবিক নয়। অনেকেরই চুল অসময়ে পাকে। এক্ষেত্রে অনেকে চুলে রঙ ব্যবহার করাকে দায়ী করেন। কমদামী ও ক্ষতিকর রাসায়নিক-যুক্ত রঙ ব্যবহারে ক্ষতি হতেই পারে। কিন্তু চুলে রঙ করলেই তা পাকে এমন একটি অস্বাভাবিক ধারণা অনেকের মধ্যেই আছে। বিষয়টি নিয়ে সম্প্রতি হিন্দুস্তান টাইমস বেশকিছু চমৎকার তথ্য দিয়েছে।
বিশেষজ্ঞদের অভিমত, ফলিকল থেকে চুলে পাক ধরে। বয়স এখানে একটি কারণ। আবার অনেকের জিনগত সমস্যার কারণেও এমনটি হতে পারে। অর্থাৎ ফলিকলে বিরূপ প্রভাব আমাদের চুল পাকানোর জন্য যথেষ্ট। কিন্তু চুলে রঙ করা হলে রঙ সচরাচর চুলের ওপরের স্তরে থাকে। এই রঙ ফলিকল পর্যন্ত পৌঁছায় না। তাই চুলে রঙ করা হলেও স্বাভাবিকভাবে চুল পাকতে পারে।
এক্ষেত্রে রঙ দিতে আপনার কোনো বাধা নেই। বরং ফলিকল কিভাবে ভালো রাখা যায় এ ব্যাপারে আপনাকে ভাবতে হবে। সবচেয়ে ভালো হয় রাসায়নিক উপাদান নেই এমন রঙ ব্যবহার করা। বাজারে অনেক ধরনের রঙ আছে। এসব রঙের উপাদানগুলো দেখুন। এসব উপাদানের প্রভাব কেমন তাও দেখে নিতে হবে। আজকাল সবাই চুলের বিষয়ে সচেতন হচ্ছে। আপনাকেও হতে হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫