|
প্রিন্টের সময়কালঃ ২৬ আগu ২০২৫ ০৬:২৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ আগu ২০২৫ ১২:০৪ অপরাহ্ণ

বন্দর-ইপিজেডস্থ ৩৮ নং ওয়ার্ডের রেললাইন সড়ক উন্নয়ন ও সংস্কার কাজে ধীরগতির অভিযোগ..!


বন্দর-ইপিজেডস্থ ৩৮ নং ওয়ার্ডের রেললাইন সড়ক উন্নয়ন ও সংস্কার কাজে ধীরগতির অভিযোগ..!


হোসেল বাবলা (চট্টগ্রাম):-
 

নগরীর বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ড কলসী দীঘির পশ্চিম দিকে দীর্ঘ রেললাইন উপড়ে দিয়ে ভয়ে যাওয়া বন্দর -ইপিজেডস্থ ৩৮ নং ওয়ার্ডের রেললাইন সড়ক উন্নয়ন ও সংস্কার কাজে ধীরগতির অভিযোগ উঠেছে।


বিগত ২/৩ মাস আগে শুরু এই সংযোগ সড়ক সংস্কার ও উন্নয়ন কাজের অগ্রগতি মাত্র ২০/৩০ শতাংশ সম্পন্ন হয়েছে।

 

আজ সোমবার দুপুরে সরজমিনে গিয়ে এই চিত্র দেখা গেছে। এই কাজটি কোন ঠিকাদার করছে তাও ভুক্তভোগীদের কেউ জানেনা বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

 
নির্মাণ কাজের আংশিক স্থানে ইট,বালি‌ও কংকর এলোমেলো ভাবে যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে!


আর ঢালায় কাজে নিম্নমানের সিমেন্ট -রড ব্যবহার এবং ড্রেন ও নালার নোংরা পানি দিয়ে সিমেন্ট বালুর মিশ্রণ তৈরি করে তা সড়ক, নালার ইট গাতনি দিচ্ছে!

 

এই চরম অনিয়ম ও অবহেলার কারণে উন্নয়ন কাজের ব্যাপকভাবে ব্যাঘাত ঘটে যেতে পারে বলে ভুক্তভোগীদের অভিযোগ। 
 

উক্ত এলাকার সচেতন নাগরিকদের দাবি সংযোগ সড়ক নির্মাণ করে দ্রুত চালুর উদ্যোগ না নিলে বন্দর ইপিজেড এলাকার যানযট আরো তীব্রতর হবে । 


একই সঙ্গে জনস্বার্থে এই এলাকার সংযোগ সড়ক গুলো দিয়ে মেরামত করে জন-জীবনের স্বস্তি দানের বিশেষ অনুরোধ জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫