|
প্রিন্টের সময়কালঃ ১৪ এপ্রিল ২০২৫ ০৫:০৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৫:৩৯ অপরাহ্ণ

গাজীপুরে কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা


গাজীপুরে কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা


গাজীপুর প্রতিনিধি:-

 

গাজীপুরে রাকিব মোল্লা (২৯) নামে কৃষকদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৯টার দিকে মহানগরের ধীরাশ্রম এলাকার দক্ষিণখানে এই হত্যাকাণ্ড ঘটে।
 

নিহত রাকিব মোল্লা গাজীপুর মহানগরের সদর থানার দাখিনখান এলাকার বাসিন্দা এবং কৃষকদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
 

স্বজন ও স্থানীয়দের বরাতে জানা গেছে, ডিশ ও ইন্টারনেট ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। ওই এলাকায় ইমতিয়াজ ও সেলিম নামে দুই ব্যক্তি পূর্বে ব্যবসাটি পরিচালনা করতেন। গত ৯ এপ্রিল রাকিব মোল্লা সেটির নিয়ন্ত্রণ নিলে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়।
 

শুক্রবার রাতে রাকিব দক্ষিণখানে অবস্থানকালে ইমতিয়াজ, সেলিমসহ ৪-৫ জন সঙ্গী মিলে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫