ছাত্র রাজনীতি: সৎ ও দক্ষ নেতৃত্বের আহ্বান

ঢাকা প্রেস নিউজ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বে ছাত্র রাজনীতি চালানোর আহ্বান জানিয়েছে। আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় আসার পর দীর্ঘদিন নিষিদ্ধ থাকার পর প্রথমবারের মতো সংগঠনটি পূর্ণাঙ্গ কমিটি নিয়ে সাংবাদিকদের সামনে এসেছে।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, “আমরা এমন একটি ছাত্র রাজনীতি চাই যেখানে সব ছাত্র সংগঠনের মধ্যে সম্মান ও সহযোগিতা থাকবে। একটি সহনশীল ও সংস্কৃতিমনস্ক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো আমরা পূর্ণাঙ্গ কমিটি নিয়ে সামনে এসেছি। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও নিপীড়নের পরও আমরা আজও আছি।”
সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম সভার সঞ্চালনা করেন। সভায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ঢাকার বিভিন্ন শাখার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫