|
প্রিন্টের সময়কালঃ ২৩ জানুয়ারি ২০২৫ ০৩:৩৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ জানুয়ারি ২০২৫ ০৪:০৬ অপরাহ্ণ

রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপনের শুভ উদ্বোধন 


রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপনের শুভ উদ্বোধন 


ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পূর্ব ধনিরাম গ্রামে ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসূমে উফশী জাতের ব্রি ১০২ বোরো ধানের সমলয়ে চাষাবাদের (সিনক্রোনাইজড কালটিভিশন) এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। 

 


 

বুধবার (২২শে জানুয়ারি) দুপুরে উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে এই চারা রোপণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ প্রকল্পে আওতায় ছবিতে পাচ্ছেন ৮০ জন। ৫০ একর(১৫০ বিঘা) জমিতে সমলয় চাষাবাদ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি উপ-পরিচালক মো.আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আসাদুজ্জামান।
 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা উপসহকারী কৃষি অফিসার কর্মকর্তা আশরাফুল আলম। 
 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মৎস কর্মকর্তা হাফিজুর রহমান, সমলয় প্রকল্পের সভাপতি শফিয়ার রহমান রব্বানী,  কৃষকের পক্ষে অধ্যক্ষ নূর মোহাম্মদ মিয়া।
 

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, পল্লী উন্নয়ন কর্মকর্তা উম্মে কুলসুম, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা রায়হান সহ উপজেলার সকল উপসহকারী কৃষি কর্মকর্তা, সুবিধাভোগী কৃষক ও স্থানীয় কৃষক, সুধীজন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫