শাহবাগে টানা অবরোধ, সড়ক যোগাযোগ বিঘ্নিত

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলছে 'শাহবাগ ব্লকেড'
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি আজ শনিবারও অব্যাহত রয়েছে। সকাল থেকেই আন্দোলনকারীরা শাহবাগসহ আশপাশের সড়কগুলোতে অবস্থান করছেন, যার ফলে শাহবাগ, কাটাবন মোড় এবং মৎস্যভবন এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহনগুলোকে চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে।
জানা গেছে, আন্দোলনের অংশ হিসেবে অনেকেই রাতভর শাহবাগে অবস্থান করেছেন। সকাল থেকে নতুন করে আরও অনেকে সেখানে যোগ দিচ্ছেন। আন্দোলনকারীদের মধ্যে জুলাই মাসের গণঅভ্যুত্থানে আহতদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। আন্দোলনের সময় ‘লীগ ধর, জেলে ভর’, ‘ব্যান ব্যান আওয়ামী লীগ’—এমন স্লোগান দিচ্ছেন তারা।
এদিকে আন্দোলনের গতি-প্রকৃতি নির্ধারণে আজ ভোর ৪টায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন, "ঢাকার শাহবাগ ছাড়া দেশের অন্য কোথাও ব্লকেড নয়। জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত ও সমাবেশ করুন, তবে সড়ক অবরোধ করা যাবে না।"
এর আগে, বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি ও মিন্টো রোডে মঞ্চ তৈরি করে বিক্ষোভে অংশ নেয় ছাত্র-জনতা। পরদিন শুক্রবার বিকেল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা। তারা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে।
একই দাবিতে আজ শনিবার বিকেল ৩টায় শাহবাগে গণজমায়েতের ঘোষণা দেওয়া হয়েছে। একইসঙ্গে জুলাই মাসের অভ্যুত্থান কেন্দ্রিক স্থানগুলোতেও আজ গণজমায়েত অনুষ্ঠিত হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫