নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারীদের প্রতিনিধি দল

জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-
চার দিনব্যাপী ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট’-এর দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন (বিএসইজেড) পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। মঙ্গলবার সকালে তারা এই অর্থনৈতিক অঞ্চলে পৌঁছান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
পরিদর্শনের শুরুতেই বিএসইজেড কর্তৃপক্ষ বিদেশি প্রতিনিধি দলের সামনে বিনিয়োগের বর্তমান অগ্রগতি, ভবিষ্যৎ সম্ভাবনা ও সুযোগ-সুবিধা উপস্থাপন করেন। বিনিয়োগকারীরা এরপর সরেজমিনে খতিয়ে দেখেন কর্মপরিবেশ, অবকাঠামো এবং পণ্য সরবরাহ ব্যবস্থার বাস্তব চিত্র।
এছাড়াও, পরিবহন ও জ্বালানি খাতে বিদ্যমান অবস্থা এবং সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা নিয়েও বিএসইজেড কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন তারা।
বিনিয়োগ সম্ভাবনা ও জুলাই বিপ্লব পরবর্তী অর্থনৈতিক সংস্কার তুলে ধরতেই বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর উদ্যোগে এই সম্মেলন আয়োজন করা হয়েছে। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে তুলে ধরার লক্ষ্যেই বিশেষ এই পরিদর্শনের আয়োজন।
সোমবার শুরু হওয়া চার দিনব্যাপী এই সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা, যারা বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তন ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে গভীর আগ্রহ দেখাচ্ছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫