আজ ঢাকায় আসছে ইউরোপীয় উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

ইউরোপ ও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক নেতা এবং সুশীল সমাজের শীর্ষ ব্যক্তিত্বদের নিয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ মঙ্গলবার (১২ আগস্ট) তিন দিনের সফরে ঢাকায় পৌঁছাবে। সফরের মূল উদ্দেশ্য দক্ষিণ এশিয়া ও ইউরোপের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করা।
জার্মানভিত্তিক ফ্রিডরিখ নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম (এফএনএফ)-এর দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয় এই সফরের আয়োজন করেছে। প্রতিনিধিদলে রয়েছেন জার্মান পার্লামেন্টের সদস্য সান্দ্রা ওয়েজার ও মার্কুস ফাবার, লিবারেল ইন্টারন্যাশনালের ডয়চে গ্রুপ-এর সভাপতি জুর্গেন মার্টেন্স, এবং জার্মানির রাজনীতি, অর্থনীতি ও সুশীল সমাজের আরও কয়েকজন বিশিষ্ট প্রতিনিধি।
এফএনএফ-এর দক্ষিণ এশিয়া আঞ্চলিক পরিচালক কার্স্টেন ক্লেইন জানিয়েছেন, সফরের লক্ষ্য হলো জার্মানি ও ইউরোপের সঙ্গে দক্ষিণ এশিয়ার দ্রুত বিকাশমান অঞ্চলের সম্পর্ক গভীর করা এবং পারস্পরিক শেখার সুযোগ সৃষ্টি করা।
সফরকালে প্রতিনিধিদল বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, নেটজ বাংলাদেশ, গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ, বিমসটেক সচিবালয় এবং বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই)-এর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তারা সাভারের একটি তৈরি পোশাক কারখানাও পরিদর্শন করবেন, যেখানে শ্রম অধিকার, শিল্প সরবরাহ চেইন এবং দক্ষ শ্রমিক অভিবাসন বিষয়ে সরাসরি ধারণা নেবেন।
এছাড়া সফরের অংশ হিসেবে আঞ্চলিক নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীনতা ও নীতি সংস্কার বিষয়ে অর্থনৈতিক এবং গণমাধ্যম বিশ্লেষকদের সঙ্গে মতবিনিময় করবেন তারা।
বর্তমানে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতি ও আঞ্চলিক রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা হচ্ছে। বঙ্গোপসাগরের নিরাপত্তা এবং বিমসটেক-এর মতো আঞ্চলিক সংস্থার স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব বিশেষভাবে আলোচিত। ফলে অর্থনৈতিক সহযোগিতা, রাজনৈতিক সম্পৃক্ততা, জলবায়ু পরিবর্তন ও দক্ষ শ্রমিক অভিবাসনসহ নানা বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ এখন আন্তর্জাতিক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ গন্তব্য।
এফএনএফ নিয়মিতভাবেই উদার গণতান্ত্রিক মূল্যবোধ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এ ধরনের শিক্ষা ও বিনিময় সফরের আয়োজন করে থাকে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫