বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয়ের আর অস্তিত্ব নেই: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, বর্তমানে বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয়ের কোনো অস্তিত্ব নেই।
শুক্রবার বিকেলে রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগের জায়গায় নেই। সেখান থেকে একটি ছাত্র সংগঠন গঠিত হয়েছে, যা এখন ভিন্নভাবে পরিচালিত হচ্ছে।"
তিনি আরও বলেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে। ফলে বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয় আর কার্যকর নেই। আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাই, কেউ যদি এই পরিচয় ব্যবহার করে অপকর্ম করে, তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।"
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে জানানো হয়েছে, "আজ থেকে কেউ বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয় ব্যবহার করতে পারবে না। তবে, সংগঠনটির অর্গানোগ্রাম অনুসারে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ স্বতন্ত্রভাবে পরিচালিত হতে পারবে, কারণ এই ব্যানার বিলুপ্ত করা হয়নি।"
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫