|
প্রিন্টের সময়কালঃ ১৪ আগu ২০২৫ ১০:৪৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ আগu ২০২৫ ০৩:০৬ অপরাহ্ণ

এশিয়া কাপে জায়গা পাচ্ছেন না গিল-রাহুল-জয়সোয়াল!


এশিয়া কাপে জায়গা পাচ্ছেন না গিল-রাহুল-জয়সোয়াল!


স্পোর্টস ডেস্ক:-

 

আসন্ন এশিয়া কাপে ভারতের দলে নাকি থাকছেন না তিন তারকা ব্যাটসম্যান—শুভমান গিল, লোকেশ রাহুল ও যশস্বী জয়সোয়াল। আগামী টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এশিয়া কাপকে গুরুত্ব দিচ্ছে ভারত, আর কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগারকারের পরিকল্পনায় এই তিনজনের নাম নেই বলে ইঙ্গিত মিলেছে।
 

টি-২০ ফরম্যাটে এশিয়া কাপ শুরু হবে আগামী ৯ আগস্ট, সংযুক্ত আরব আমিরাতে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ১৯ বা ২০ আগস্টের মধ্যে দল ঘোষণা হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমির মেডিকেল বিভাগের ফিটনেস রিপোর্টের ওপর।
 

পিটিআইয়ের খবর অনুযায়ী, এবারের আসরে ভারতীয় টিম ম্যানেজমেন্ট বেশি পরীক্ষা-নিরীক্ষা করবে না। টপ ও মিডল অর্ডার প্রায় নিশ্চিত—ওপেনিংয়ে থাকবেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন, তিন নম্বরে অধিনায়ক সূর্যকুমার যাদব, চারে তিলক ভার্মা এবং পাঁচে হার্দিক পান্ডিয়া। ফলে গিল, রাহুল ও জয়সোয়ালের জায়গা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
 

ভারতের এক বোর্ড কর্তা পিটিআইকে বলেছেন, ‘অভিষেক এখন টি-২০তে বিশ্বের সেরা ওপেনারদের একজন। সঞ্জু দুর্দান্ত মৌসুম কাটিয়েছে। সূর্য অধিনায়ক, তিলকও নিজেকে প্রমাণ করেছে। তাই গিল বা জয়সোয়ালকে রাখা মুশকিল। এমনকি রাহুলেরও জায়গা নেই।’
 

এশিয়া কাপের দলে থাকছেন না গত আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক সাই সুদর্শনও। ঋষভ পন্ত চোটের কারণে বিবেচনায় নেই। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে বিবেচনায় আছেন জিতেশ শর্মা ও ধ্রুব জুরেল। ছয় থেকে আট নম্বর পর্যন্ত অলরাউন্ডার খেলাবে ভারত, যেখানে রয়েছেন রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও শিবম দুবে।
 

স্পেশালিস্ট স্পিনার হিসেবে থাকবেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। পেস আক্রমণে আছেন জাসপ্রিত বুমরাহ ও অর্শদীপ সিং, সঙ্গে সুযোগ পেতে পারেন হার্ষিত রানা ও প্রসিধ কৃষ্ণা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫