|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০১:২১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ মার্চ ২০২৫ ০২:১৪ অপরাহ্ণ

স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের


স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের


ঢাকা প্রেস নিউজ

 

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আহ্বান জানিয়েছেন।
 

সোমবার (২৪ মার্চ) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
 

বিবৃতিতে জামায়াত আমির বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। তাদের উদ্দেশ্য ছিল গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, মতপ্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকার প্রতিষ্ঠা।
 

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা। এক সুষ্ঠু সমাজ গঠনের জন্য মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। লাখো মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীনতা লাভ করলেও ৫৪ বছরে দেশের মানুষের প্রত্যাশা অনেকটাই পূর্ণ হয়নি।
 

ডা. শফিকুর রহমান বলেন, গত জুলাইয়ে ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে দেশ আবার নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। ১৫ বছরের দীর্ঘ শোষণ থেকে মুক্ত হয়ে দেশের মানুষ এখন মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে এবং শান্তিতে জীবনযাপন করছে।
 

তিনি আরও বলেন, কিছু স্বার্থান্বেষী মহল বিদেশি শক্তির সহায়তায় এই গণআন্দোলনকে ব্যর্থ করার চেষ্টায় লিপ্ত রয়েছে এবং তারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে। এই পরিস্থিতিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
 

শফিকুর রহমান বলেন, মহান স্বাধীনতা দিবসে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বীর মুক্তিযোদ্ধাদের এবং তাঁদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা লাভ হয়েছে। আমরা সেইসব শহীদদের এবং গত জুলাইয়ের গণআন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
 

সবশেষে, জামায়াত আমির বলেন, আমি মহান স্বাধীনতা দিবসে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। দেশবাসীকে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালনের জন্য আহ্বান জানাই। সেই সঙ্গে দেশবাসীর কল্যাণ কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করছি যে, তিনি আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করুন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫