|
প্রিন্টের সময়কালঃ ১৭ এপ্রিল ২০২৫ ০৮:২৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ আগu ২০২৪ ১০:১৭ অপরাহ্ণ

কক্সবাজারে বন্যার পানি কমতে শুরু, তবে ক্ষয়ক্ষতির বিস্তার


কক্সবাজারে বন্যার পানি কমতে শুরু, তবে ক্ষয়ক্ষতির বিস্তার


ঢাকা প্রেস
কক্সবাজার প্রতিনিধি:-


টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে কয়েকদিন ধরে প্লাবিত হয়ে থাকা কক্সবাজারে বন্যার পানি কমতে শুরু করেছে। যদিও পানি কমেছে, তবে বন্যার কারণে ঘরবাড়ি, রাস্তাঘাট, খেত-খামার ও মাছের ঘেরসহ বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (২৩ আগস্ট) মধ্যরাত থেকেই প্লাবিত এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করে। সরেজমিনে দেখা যায়, কক্সবাজার সদরসহ পেকুয়া, চকরিয়া, কুতুবদিয়া, রামু, মহেশখালী, টেকনাফ ও উখিয়া উপজেলার বিভিন্ন এলাকায় পানির মাত্রা কমেছে। তবে অনেক স্থানে রাস্তাঘাট এখনও পানিতে ডুবে আছে।

 

পাবর্ত্য চট্টগ্রাম ও চকরিয়ার পাহাড়ি ঢলের কারণে মাতামুহুরি নদীতে পানির স্রোত বেড়ে যায়। একইসঙ্গে জোয়ারের ঢেউয়ে বাঁধ ভেঙে গিয়ে বিভিন্ন ইউনিয়ন প্লাবিত হয়।

 

জেলা প্রশাসন জানিয়েছে, বন্যা পরিস্থিতি মোকাবিলায় তারা ত্রাণ সহায়তা পাঠিয়েছে এবং স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ণয় করা হয়নি।

 

আবহাওয়া অফিসের কক্সবাজার কার্যালয় জানিয়েছে, শুক্রবার সকাল ১২টা পর্যন্ত ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 

জেলা প্রশাসন বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহায়তা করার চেষ্টা চালাচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫