|
প্রিন্টের সময়কালঃ ২৩ অক্টোবর ২০২৫ ০৮:৩৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ অক্টোবর ২০২৫ ০১:১৫ অপরাহ্ণ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে স্বাগতিকরা


টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে স্বাগতিকরা


মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগের ম্যাচের মতো এবারও অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে স্বাগতিকরা।
 

বাংলাদেশ দল আজও চারজন স্পিনার ও একজন পেসার নিয়ে খেলছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজও দ্বিতীয় ওয়ানডের একাদশে কোনো পরিবর্তন আনেনি। তারাও চারজন নিয়মিত স্পিনার নিয়ে নামছে মাঠে। উইকেটের সহায়তা পেলে আগের ম্যাচের মতো পার্টটাইম স্পিনার আলিস আথানজেকে দিয়েও বোলিং করাতে পারে তারা। পেস বোলিংয়ের দায়িত্বে থাকবেন শেরফান রাদারফোর্ড ও জাস্টিন গ্রেভস।
 

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।
 

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, আলিস আথানজে, কেসি কার্টি, শেই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, আকিম আগুয়েস্তে, জাস্টিন গ্রেভস, রোস্টন চেজ, গুড়াকেশ মোতি, আকিল হোসেন, খেরি পেরি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫