|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ ডিসেম্বর ২০২৪ ০৭:৪৮ অপরাহ্ণ

কুষ্টিয়া ভেড়ামারা সরকারি কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত।


কুষ্টিয়া ভেড়ামারা সরকারি কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত।


ঢাকা প্রেস
আরিফুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:-


 

শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজে। 
 

মঙ্গলবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী অধ্যাপক মো: আসলাম উদ্দীন আনুষ্ঠানিক ভাবে এই কমিটির ঘোষণা প্রদান করেন।
 

ভেড়ামারা সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে উক্ত কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক হেলাল উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক আনোয়ার হোসেন।
 

এছাড়া কোষাধ্যক্ষ পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি  বিভাগের প্রভাষক রুহুল আমিন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে বাংলা বিভাগের প্রভাষক মাহাবুব হাসান ও ক্রীড়া সম্পাদক পদে ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল নির্বাচিত হয়েছেন। 
 

কলেজের অধ্যক্ষ ও  সভাপতি প্রফেসর মো: আব্দুস সাত্তার এর সাথে নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা এক সৌজন্য সাক্ষাত শেষে তারা কলেজের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস ও প্রতিশ্রুতি দেন তারা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫