|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৪৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ মার্চ ২০২৫ ০৩:০৬ অপরাহ্ণ

বিশ্ববাজারে কমেছে সয়াবিন-ক্যানোলা তেলের দাম, তবে পাম ও সূর্যমুখী তেলের দাম ঊর্ধ্বমুখী


বিশ্ববাজারে কমেছে সয়াবিন-ক্যানোলা তেলের দাম, তবে পাম ও সূর্যমুখী তেলের দাম ঊর্ধ্বমুখী


ঢাকা প্রেস নিউজ:-



বিশ্ববাজারে সয়াবিন ও ক্যানোলা তেলের দাম কমতে শুরু করেছে, তবে পাম ও সূর্যমুখী তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, সয়াবিন ও ক্যানোলা তেলের দাম কমতে থাকলেও সানফ্লাওয়ার ও পাম তেলের দাম বছরব্যাপী বৃদ্ধি পাবে।

 

বিশ্ববাজারে সয়াবিন বীজের দাম কমছে। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে প্রতি কেজি সয়াবিন বিক্রি হচ্ছিল শূন্য দশমিক ৭০ ডলারে। প্রথম প্রান্তিকের পূর্বাভাস অনুযায়ী, দাম আরও কমে শূন্য দশমিক ৬০ ডলারে নামতে পারে।
 

অন্যদিকে, পাম তেলের দাম বাড়ছে। প্রতি টন পাম তেল বিক্রি হচ্ছে ১ হাজার ১১ ডলারে, যা গত সপ্তাহে শূন্য দশমিক ২২ শতাংশ বেড়েছে। চলতি প্রান্তিকের পূর্বাভাস অনুযায়ী, দাম আরও বাড়বে এবং ১ হাজার ৩০ ডলার হতে পারে।
 

এছাড়া, সূর্যমুখী তেলের দাম কিছুটা বেড়েছে। সপ্তাহব্যাপী শূন্য দশমিক ৬৩ শতাংশ কমলেও এক দিনের ব্যবধানে এক ডলার ৩০ সেন্ট বেড়ে প্রতি টন সানফ্লাওয়ার তেল বিক্রি হচ্ছে ১ হাজার ৩৪৭ ডলারে। ক্যানোলা তেলের দামও কিছুটা কমে প্রতি মেট্রিক টন বিক্রি হচ্ছে ৩৯৭ ডলারে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫