|
প্রিন্টের সময়কালঃ ০৫ জুলাই ২০২৫ ০৬:৩১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ অক্টোবর ২০২৪ ০২:৩৫ অপরাহ্ণ

হিলি সীমান্তে বাংলাদেশি যুবক আটক, ৫ ঘণ্টা পর ফেরত


হিলি সীমান্তে বাংলাদেশি যুবক আটক, ৫ ঘণ্টা পর ফেরত


ঢাকা প্রেস
হিলি প্রতিনিধি:-

 

দিনাজপুরের হিলি সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকারী এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে হস্তান্তর করা হয়।
 

বিজিবি সূত্রে জানা যায়, রোববার রাত ১১টার দিকে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাবপিলার-সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে আল ইমরান রকি (২৬) নামে ওই যুবককে বিএসএফ আটক করে। পরে বিজিবির কাছে হস্তান্তর করে।
 

আটক যুবক আল ইমরান রংপুর জেলার কোতোয়ালি থানার ধাববগিওয়ালাপারা গ্রামের গাজী বকুলের ছেলে। তার দাবি, রংপুর থেকে পূজা দেখতে হিলি সীমান্তে এসেছিল। ভারতের পূজা দেখার উদ্দেশ্যে রেললাইন পার হয়ে ভারতে দৌড় দিয়েছিল।
 

বিজিবির হিলি সিপি কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদত হোসেন জানান, সন্ধ্যার দিকে এক যুবক দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা তাকে ধরতে না পারলে বিএসএফের সাহায্য চায়। পরে বিএসএফ যুবককে আটক করে এবং বিজিবির কাছে হস্তান্তর করে।
 

তিনি আরও জানান, আটক যুবককে ক্যাম্পে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। পরে তার বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের ও হাকিমপুর থানায় সোপর্দ করা হবে।
 

এ ঘটনায় স্থানীয়রা বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। কেউ কেউ বলছেন, সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজন। আবার কেউ কেউ বলছেন, যুবকটির উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তদন্ত করা উচিত।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫