কুড়িগ্রামে একদিনে কুকুরের কামড়ে আহত ১৫, প্রতিষেধক সংকট

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় একদিনে কুকুরের কামড়ে আহত হয়েছেন শিশুসহ ১৫ জন। কয়েক ঘণ্টার ব্যবধানে উপজেলার বেশ কিছু এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে করে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এদিকে, প্রাথমিকভাবে হাসপাতালে প্রতিষেধক না থাকায় বিপাকে পড়েছেন আহতরা।
সোমবার (১৪ অক্টোবর) চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাওয়া তথ্যানুযায়ী কুকুরের কামড়ের আহত হয়েছেন, বিজু মিয়া (১২), মাহমুদা (৩৫), সামিউল (১০), সজিব রানা (২৪), সায়মা (১০), আলামিন (৯), তানজিরুল (১৮), মঞ্জুরুল (২০), রাসেল (২৫), আশিক (২৪), হোসাইন (২১), রহিমা (৩০), সিফাত (২), আফরিনা (৫), সাজিদ (৮)। এই সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, সোমবার দুপুরের পর থেকে হঠাৎ করে চিলমারীর রমনা স্টেশন, বালাবাড়িসহ বেশ কিছু এলাকায় কুকুরের কামড়ে শিশুসহ ১৫ জন আহত হন। প্রতিষেধক না থাকায় ব্যবস্থাপত্রে ওষুধ লিখে দিচ্ছেন দায়িত্বরত চিকিৎসক।
সোমবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কুকুরের কামড়ে আহত হোসাইনের সঙ্গে কথা হলে তিনি জানান, সন্ধ্যায় আদর্শ বাজার থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে মাটিকাটা মোড়ে এলে হঠাৎ কুকুর কামড়ে দেয়। পরে হাসপাতালে গিয়ে কোনো প্রতিষেধক পাননি। ডাক্তার ব্যবস্থাপত্রে কিছু ওষুধ লিখে দিয়েছেন, সেগুলোও বাইরে থেকে কিনতে হবে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম জানান, প্রতিষেধক শেষ হয়ে গেছে। মঙ্গলবার থেকে প্রতিষেধক দেওয়া হবে।
কুড়িগ্রামের সিভিল সার্জন ডা মঞ্জুর-এ মোর্শেদ বলেন, চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষেধক নেই, তারা আমাদের জানিয়েছে। আশা করছি মঙ্গলবার দুপুরের মধ্যে তারা প্রতিষেধক পাবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫