সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ২ লাখ ৯২ হাজার প্রবাসীর নিবন্ধন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিদেশে বসবাসরত ২ লাখ ৯২ হাজার ৭৮৮ জন প্রবাসী বাংলাদেশি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। বুধবার দুপুর ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেটে এ তথ্য জানানো হয়।
ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধিত প্রবাসী ভোটারদের মধ্যে ২ লাখ ৭০ হাজার ২১ জন পুরুষ এবং ২২ হাজার ৭৬৭ জন নারী। দেশভিত্তিক নিবন্ধনে সৌদি আরব শীর্ষে রয়েছে—এখানে মোট ৮০ হাজার ৮৫ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এরপর রয়েছে কাতার (২২,৩৫০), যুক্তরাষ্ট্র (২০,৫৭৬), সংযুক্ত আরব আমিরাত (১৮,৬৫১), মালয়েশিয়া (১৬,৭৬৭), সিঙ্গাপুর (১৪,৭৭০), যুক্তরাজ্য (১৩,৩৭১), ওমান (১১,৪৫৭), কানাডা (৯,৭৭৯), দক্ষিণ কোরিয়া (৯,৫৮৫), ইতালি (৯,৫৮১) এবং অস্ট্রেলিয়া (৮,২০৭)।
সরকারি চাকরিজীবীদের নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্ত
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত এবং নিজ ভোটার এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবীরা তফসিল ঘোষণার দিন থেকে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। এ শ্রেণির ভোটারদের ১৫ দিনের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, নির্বাচনী দায়িত্বে যুক্ত পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যদের নিবন্ধন পরবর্তীতে গ্রহণ করা হবে। প্রবাসীদের ক্ষেত্রে নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে, যাতে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে প্রাপ্তবয়স্ক বাংলাদেশিরা অ্যাপটি ডাউনলোড করে ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারেন।
সৌদি আরবসহ ৭ দেশে ঠিকানা সংশোধনের সময় বৃদ্ধি
প্রবাসীদের অনুরোধে সৌদি আরবসহ ৭টি দেশে পোস্টাল ভোট অ্যাপে ঠিকানা সংশোধনের সময় ১৪ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত বাড়িয়েছে ইসি। বর্ধিত সময় পাওয়া দেশগুলো হলো—সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, কুয়েত ও বাহরাইন। অন্য দেশগুলোর ক্ষেত্রে ঠিকানা সংশোধনের আর সুযোগ থাকবে না।
সঠিক ঠিকানা প্রদানের আহ্বান
ইসি প্রবাসীদের সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান করার অনুরোধ জানিয়েছে, যাতে পোস্টাল ব্যালট যথাযথভাবে পৌঁছে দেওয়া যায়। সঠিক ঠিকানা না থাকলে ব্যালট পাঠানো সম্ভব হবে না বলেও বার্তায় উল্লেখ করা হয়।
গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ১৪৮টি দেশে প্রবাসী ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন। নিবন্ধনের জন্য অ্যাপটি গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে হবে এবং ভোট দিতে হবে সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করে যেখানে ভোটার অবস্থান করছেন।
সূত্র: বাসস!
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫