|
প্রিন্টের সময়কালঃ ২২ জুলাই ২০২৫ ১১:৫৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ জুলাই ২০২৫ ০১:২০ অপরাহ্ণ

মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘এলটিডি বয়েজ গ্রুপ’-এর চার সদস্য গ্রেপ্তার


মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘এলটিডি বয়েজ গ্রুপ’-এর চার সদস্য গ্রেপ্তার


রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘এলটিডি বয়েজ গ্রুপ’-এর চার সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-২। শনিবার (২০ জুলাই) মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদীয়া হাউজিং এলাকা থেকে তাদের আটক করা হয়।
 

গ্রেপ্তারকৃতরা হলেন—তারেকুল ইসলাম তুহিন ওরফে শান্ত, ইমন, ফজলে রাব্বি ও মো. রোমান। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন জব্দ করা হয়।
 

রোববার র‍্যাব-২–এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) খান আসিফ তপু জানান, ‘এলটিডি বয়েজ গ্রুপ’ নামের এই কিশোর গ্যাং সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় সক্রিয় হয়ে উঠেছে। সদস্যদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। তারা দিনে-রাতে প্রকাশ্যে অস্ত্রের মুখে ছিনতাই, জমি দখল এবং এলাকা ভিত্তিক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে ছিনতাই ও মহড়ার ভিডিও ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।
 

র‍্যাব-২ জানায়, সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় বেশ কিছু কিশোর অপরাধীচক্র সন্ত্রাসী কার্যকলাপে জড়িত হয়ে উঠেছে। এ কারণে এলাকাটিতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, মোহাম্মদীয়া হাউজিং এলাকায় একটি চক্র দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধভাবে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। এরপর সেখানে বিশেষ অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।
 

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ‘এলটিডি বয়েজ গ্রুপ’-এর সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। পরে তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫