|
প্রিন্টের সময়কালঃ ১৯ নভেম্বর ২০২৫ ১১:৪৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ নভেম্বর ২০২৫ ০৭:৪৭ অপরাহ্ণ

“জনগণের সর্বোচ্চ সেবা দেওয়াটাই দেশপ্রেম” – বিভাগীয় কমিশনার


“জনগণের সর্বোচ্চ সেবা দেওয়াটাই দেশপ্রেম” – বিভাগীয় কমিশনার


মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:


 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু আয়োজনের জন্য সকল দপ্তরের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। আমাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা সঠিকভাবে পালন করতে হলে সকলকে মনোযোগীভাবে কাজ করতে হবে। বিভাগের সব দপ্তর একযোগে একটি টিম হিসেবে কাজ করলে সাফল্য আরও নিশ্চিত হবে।
 

এ কথা বলেন ময়মনসিংহের সদ্য যোগদানকৃত বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি, ১৯ নভেম্বর বুধবার দুপুর ১২ টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায়। সভায় বিভাগীয় পর্যায়ের সকল দপ্তরপ্রধান উপস্থিত ছিলেন।
 

সভায় সদ্য যোগদানকৃত কমিশনারকে বিভাগের বিভিন্ন দপ্তরের সর্বশেষ অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা জানানো হয়। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ময়মনসিংহে নির্বাচনের সার্বিক প্রস্তুতির সংক্ষিপ্ত বিবরণ দেন। স্বাস্থ্য বিভাগের পরিচালক জানান, টাইফয়েড টিকাদানে ময়মনসিংহ সারাদেশে প্রথম স্থানে এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী শতভাগ টিকা সরবরাহ করেছে। অন্যান্য দপ্তরের প্রধানগণও তাদের কার্যক্রম উপস্থাপন করেন।
 

কমিশনার ফারাহ শাম্মী বলেন, “জনগণের সর্বোচ্চ সেবা দেওয়া হলো দেশপ্রেমের পরিচয়। দেশের কল্যাণে কাজ করা আমাদের দায়িত্ব। আমাদের বিভাগে জনগণের দৌড়গোড়ায় সেবা পৌঁছে দেওয়া প্রতিটি কর্মকর্তার দায়িত্ব। আমি সর্বদা আপনাদের পাশে আছি। আমাদের লক্ষ্য হলো জনকল্যাণমুখী কাজের মাধ্যমে সারাদেশের বিভাগগুলোর মধ্যে সেরা হওয়া, এবং এজন্য আপনার সকলের সহযোগিতা অপরিহার্য।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫