|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৮:৪৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ এপ্রিল ২০২৪ ০১:৪৫ অপরাহ্ণ

ঈদযাত্রায় মোটরসাইকেল চলাচলে ডিএমপির যে সকল নির্দেশনা মানতে হবে


ঈদযাত্রায় মোটরসাইকেল চলাচলে ডিএমপির যে সকল নির্দেশনা মানতে হবে


ঈদযাত্রায় মোটরসাইকেলে যারা দূরপাল্লার যাত্রী থাকবেন তাদের চলাচলে কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

 

ঈদযাত্রায় মোটরসাইকেল চলাচলে ডিএমপির নির্দেশনা

 

লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট, বীমা সনদ, ট্যাক্স টোকেন, ও অন্যান্য কাগজপত্র সঙ্গে রাখতে হবে।হেলমেট (চালক ও সহযাত্রী উভয়ের জন্য) বাধ্যতামূলক।সঠিক পোশাক (শার্ট, প্যান্ট, জুতা) পরতে হবে।সাবধানে ও ধীর গতিতে চালাতে হবে।ওভারটেকিং, জিগজ্যাগ, ও রেসিং করা যাবে না।মোবাইল ফোনে কথা বলা ও মেসেজ করা যাবে না।ট্রাফিক আইন মেনে চলতে হবে।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধারে নির্ধারিত স্থানে ছাড়াও মোটরসাইকেল দাঁড়ানো যাবে না।মহাসড়কের সার্ভিস লেনে মোটরসাইকেল চলাচল করতে পারবে।মোটরসাইকেল চালকদের জন্য নির্ধারিত লেনে চলাচল করতে হবে।

 

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫