ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রেস বিঞ্জপ্তি ( চট্টগ্রাম):-
নগরীর দক্ষিণ হালিশহর ৩৯ নং ওয়ার্ডস্থ সামাজিক পেশাজীবী সংগঠন" সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ( বন্দর -ইপিজেড,পতেঙ্গা) থানা কমিটির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৫মার্চ,৪ রোজা, বুধবার স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি ডাঃ এইচ এম এমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ আহসান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ আবুল কালাম আজাদ , বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি'র সাবেক ৩৯ ওয়ার্ড সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, জামায়াত ইসলামী বাংলাদেশ এর বায়তুল মাল সম্পাদক মোঃ আব্দুল করিম, ইসলামিক ফ্রন্ট ইপিজেড থানা কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুল অদুদ, নাবিক কল্যাণ সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অব:লে: কর্ণেল মোঃ বদিউল আলম,প্রাচিকসের সাবেক সভাপতি হেকিম মোঃ সেলিম রেজা,সাঃ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাসেল।
রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ডাঃ আর কে সুমন, সহ সভাপতি ডাঃ মোঃ আব্দুল বারী,সহ- সভাপতি ডাঃ উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক ডাঃ রেজিয়া বেগম রিমা, যুগ্ম সম্পাদক ডাঃ মোঃ শামসুজ্জামান এবং স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা প্রমুখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন ডাঃ মাওলানা মোঃ আব্দুল বারী।
রমজানের তাৎপর্য সমগ্র মুসলিম উম্মাহর মাঝে ব্যাপক ভাবে ছড়িয়ে দিতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানিয়েছেন আলোচনা সভার বক্তারা। পরিশেষে পবিত্র রমজান উপলক্ষে বিশেষ ইফতারের আয়োজন সম্পন্ন করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫