|
প্রিন্টের সময়কালঃ ২১ ডিসেম্বর ২০২৫ ০৬:০১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ ডিসেম্বর ২০২৫ ০২:০৯ অপরাহ্ণ

বার বার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি সরকারের ব্যর্থতা: ধর্ম উপদেষ্টা


বার বার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি সরকারের ব্যর্থতা: ধর্ম উপদেষ্টা


রোববার (২১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, বার বার মব জাস্টিস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তা নিঃসন্দেহে সরকারের ব্যর্থতা। তবে সরকার এই ধরনের ঘটনা প্রতিরোধ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কাজ করছে।
 

ধর্ম উপদেষ্টা বলেন, ময়মনসিংহে একটি ছেলেকে পুড়িয়ে হত্যা করা দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনা। কোন অবস্থাতেই আইন হাতে তুলে নেওয়া গ্রহণযোগ্য নয়। এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে।
 

ছায়ানটে হামলার বিষয়ে তিনি জানান, “প্রথম আলো, ডেইলি স্টার” প্রতিবেদনে উল্লেখিত হামলার সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। শিবিরের এক নেতার মন্তব্যের বিষয়ে তিনি বলেন, কে কি বলেছে তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আইনশৃঙ্খলা সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে আছে, তবে কিছু ঘটনা ঘটছে না এমন নয়।
 

ধর্ম উপদেষ্টা আরও বলেন, সরকার দেশের স্থিতিশীলতা চায়। যদি বারবার মব জাস্টিস ঘটে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়, তবে তা সরকারের ব্যর্থতা। সরকার এগুলো প্রতিরোধে চেষ্টা করছে এবং কোনো ধরনের সহায়তা দিয়ে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে—এটা সত্য নয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫