|
প্রিন্টের সময়কালঃ ০৪ জুলাই ২০২৫ ০৬:৩৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ জুলাই ২০২৫ ০৫:৩৭ অপরাহ্ণ

মুরাদনগরে ছোট ভাইয়ের স্ত্রীর ঘরে মিললো নিখোঁজ মনির মিয়ার লাশ


মুরাদনগরে ছোট ভাইয়ের স্ত্রীর ঘরে মিললো নিখোঁজ মনির মিয়ার লাশ


মিজানুর রহমান,বিশেষ প্রতিনিধি:-


 

কুমিল্লার মুরাদনগরের ইউসুফনগর গ্রামে নিখোঁজের একদিন পর মাটিচাপা অবস্থায় মনির মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার পরিবারের পক্ষ থেকে মনিরের নিখোঁজের বিষয়ে মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
 

মঙ্গলবার দুপুরে মনিরের ছোট ভাইয়ের স্ত্রীর বসতঘর থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি তারা সঙ্গে সঙ্গে পুলিশকে জানালে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের মেঝে খুঁড়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি চটের বস্তায় মোড়ানো অবস্থায় মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল।
 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মনির মিয়া পেশায় একজন দিনমজুর ছিলেন এবং প্রায়ই ছোট ভাইয়ের বাড়িতে যাতায়াত করতেন। তবে সাম্প্রতিক সময়ে পারিবারিক বিরোধ দেখা দেয়।
 

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের ছোট ভাই ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার গভীরে তদন্ত চলছে।”
 

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবারের দাবি, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫