|
প্রিন্টের সময়কালঃ ২২ আগu ২০২৫ ০১:৪৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ জুলাই ২০২৪ ১০:৩৭ পূর্বাহ্ণ

তুরস্ককে হারিয়ে ইউরোর সেমিফাইনালে নেদারল্যান্ডস


তুরস্ককে হারিয়ে ইউরোর সেমিফাইনালে নেদারল্যান্ডস


বার্লিনে কোয়ার্টার ফাইনালে তুরস্ককে ২-১ গোলে হারিয়ে দুই দশক পর ইউরোর সেমিফাইনালে উঠেছে নেদারল্যান্ডস। বুধবার ডর্টমুন্ডে সেমিফাইনালে ডাচদের প্রতিপক্ষ ইংল্যান্ড। সর্বশেষ ২০০৪ ইউরোয় সেমিফাইনালে খেলেছিল ডাচরা।

তুর্কি সেন্টার-ব্যাক সামিত আকায়দিন ম্যাচের ৩৫ মিনিটে হেডে গোল করে এগিয়ে নিয়ে যায় তুরস্ককে। গোলটি অ্যাসিস্ট করেন আলদা গুলের।

প্রথমার্ধে বাকি সময়ে কোনো দলই বলার মতো ভালো সুযোগ তৈরি করতে পারেনি। বিরতির পর ধীরে ধীরে খেলায় ফিরেছে নেদারল্যান্ডস। দ্বিতীয়ার্ধের প্রথম দশ মিনিটে দুর থেকে শট নেওয়ার চেষ্টা করেছে ডাচরা। ম্যাচের ৭০ মিনিটে এই ধারাবাহিকতায় ডাচদের ঘুরে দাঁড়ানোর শুরু, তখনই এসেছে সমতাসূচক গোল।

মেম্ফিস ডিপাই কর্নার থেকে ওয়ান-টু খেলে বক্সে ক্রস ফেলেন। সম্পূর্ণ আনমার্কড থেকে হেডে গোল করেন ডাচ সেন্টার-ব্যাক স্তেফান দে ফ্রাই। ছয় মিনিটের মধ্যে দ্বিতীয় গোলটি পেয়েছে নেদারল্যান্ডস। আর সেটি আত্মঘাতী গোল! 

৭৬ মিনিটে ডেনজেল ডামফ্রিজ ডান প্রান্ত থেকে ক্রস করেছিলেন। তুর্কি রাইট-ব্যাক মের্ত মুলডুর ডাচ তারকা কোডি গাকপোর কাছ থেকে বলটি ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়েছেন। চলতি ইউরোয় এটি ১০ম আত্মঘাতী গোল।

তুরস্ক অবশ্য ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল। যোগ করা সময়ের ৩ মিনিটে কালাহানোগ্লুর শট বক্সের মধ্যে কোনোমতে ঠেকান ডামফ্রিজ। এর ২ মিনিট আগে তুরস্ককে নিশ্চিত গোল থেকে বঞ্চিত করেন ডাচ গোলকিপার বার্ট ভারব্রুগেন। ক্রস থেকে তুকি ফরোয়ার্ড সেমিহ কিলিকসয়ের শট অবিশ্বাস্য রিফ্লেক্সে ঠেকান ভারব্রুগেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫