|
প্রিন্টের সময়কালঃ ০৫ মার্চ ২০২৫ ০৪:১৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ মার্চ ২০২৫ ১২:২৬ অপরাহ্ণ

ভোট ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা


ভোট ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা


প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ এবং সম্ভাব্যভাবে এই বছরের ডিসেম্বরের মধ্যেই ভোট অনুষ্ঠিত হবে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কমিশনার হাজা লাহবিবের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। (সূত্র: বাসস)

 

এদিকে, চলতি বছরে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সম্প্রদায় এবং স্থানীয় আশ্রয়দাতা কমিউনিটিকে সহায়তার জন্য ইইউ ৬৮ মিলিয়ন ইউরো অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। ইইউর সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা সংক্রান্ত কমিশনার হাজা লাহবিব জানান, এই সহায়তা গত বছরের অনুদানের তুলনায় বেশি হলেও রোহিঙ্গা শিবিরে মানবিক সংকট মোকাবিলার জন্য যথেষ্ট নয়, কারণ তহবিল ঘাটতি ক্রমশ বাড়ছে।
 

প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট প্রসঙ্গে বলেন, এটি বাংলাদেশের জন্য একটি দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ এবং এখনও কোনো কার্যকর সমাধান দেখা যাচ্ছে না। সংকট নিরসনের কোনো নির্দিষ্ট সময়সীমাও নেই। ইইউ কমিশনার এই সংকটের সমাধানের জন্য শান্তির ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।

 

ঘণ্টাব্যাপী বৈঠকে তারা নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির সম্ভাবনা, জ্বালানি সংযোগ, বন্যা ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস বলেন, নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির ক্ষেত্রে ইইউর সহায়তা গুরুত্বপূর্ণ, যা বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার উন্নয়ন এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সহায়ক হবে।

 

অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রতি ইইউর সমর্থন পুনর্ব্যক্ত করে কমিশনার বলেন, "আপনি এক ব্যতিক্রমী সময়ে অসাধারণ কাজ করেছেন। আমরা আপনাদের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে প্রস্তুত।"

 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, "আমরা চাই, দেশে কোনো বেওয়ারিশ লাশ যেন না থাকে। আমাদের এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে আঞ্জুমান মুফিদুল ইসলামের কাজের প্রয়োজন আর না হয়।" রাজধানীর কাকরাইল এলাকায় আঞ্জুমান মুফিদুল ইসলামের দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
 

এর আগে, তিনি আঞ্জুমান মুফিদুল ইসলামের নতুন ভবন ‘আঞ্জুমান জে আর টাওয়ার’-এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, আঞ্জুমান মুফিদুল ইসলামের ট্রাস্টি গোলাম রহমান এবং সভাপতি মুফলেহ আর ওসমানী বক্তব্য দেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫