|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৬:৪২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:২৯ অপরাহ্ণ

হাবিবুল ইসলাম হাবিব: দেশের জন্য জেল খেটেছি, পালিয়ে যাইনি


হাবিবুল ইসলাম হাবিব: দেশের জন্য জেল খেটেছি, পালিয়ে যাইনি


ঢাকা প্রেস
সাতক্ষীরা প্রতিনিধি:-


বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হিসেবে নিজের নির্বাচনী এলাকায় ফিরে এসে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি দেশের জন্য জেল খেটেছেন, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাননি বলে জানান।

 

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব শনিবার (৭ সেপ্টেম্বর) সাতক্ষীরার তালা উপজেলায় এক সংবর্ধনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, "আমি ও আমার নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অন্যায়ের কাছে কখনও মাথা নত করিনি। দেশের ক্রান্তিকালে শেখ হাসিনা দুই দুই বার দেশ ছেড়ে পালিয়ে গেলেও আমি ও আমার নেত্রী দেশের প্রতি মমত্ববোধ ও ভালোবাসার কারণে দেশ ছেড়ে যাইনি।"
 

হাবিব আরও বলেন, "আওয়ামী লীগ আমলে মানুষ ঘরে থাকতে পারেনি। অসংখ্য আলেম ওলামাকে হত্যা করা হয়েছে। অসংখ্য মানুষকে মিথ্যা মামলায় জেল খাটানো হয়েছে। আমাকে ৭০ বছরের সাজা দেওয়া হয়েছিল। আমার কানাডার ভিসা ছিল, আমেরিকার ভিসা ছিল। দলের অনেকেই বলেছিলেন বিদেশে চলে যেতে, কিন্তু আমি যাইনি। তালা-কলারোয়ার মানুষের সঙ্গে বেঈমানি করিনি।"  

 

সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মিথ্যা মামলায় দীর্ঘ ৪ বছর কারাভোগের পর হাবিব নিজ নির্বাচনী এলাকায় ফিরে আসেন। তার আগমনকে ঘিরে জনতার ঢল নামে।
 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তির সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা বিভাগীয় কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান প্রমুখ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫