স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ছয় মাসে সাপের দংশনে ৩৮ জনের মৃত্যু

ঢাকা প্রেস নিউজ
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে সারাদেশে সাপের দংশনে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে।
এই তথ্য বুধবার (১০ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন বলেন, "স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ৯ জুলাই পর্যন্ত সারাদেশে ৬১০টি সর্পদংশনের ঘটনা লিপিবদ্ধ হয়েছে। এই ঘটনাগুলোতে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে।"
তিনি আরও বলেন, "এই মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি রোগী ছিল রাজশাহীতে।"
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৪১৬ জন সাপের দংশনে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৮ জনকে চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার এবং ৭৩ জনকে অন্যান্য বিষধর সাপ কেটেছে।
এই হাসপাতালে সাপের দংশনে মোট ১১ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাসেলস ভাইপারের দংশনে ৫ জন মারা গেছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫