ইশরাককে মেয়র ঘোষণার গেজেট স্থগিত চেয়ে রিটে আদেশ বুধবার

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া গেজেট স্থগিত চেয়ে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে হাইকোর্ট আগামীকাল বুধবার আদেশের দিন ধার্য করেছেন।
মঙ্গলবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন। আর ইশরাক হোসেনের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল।
রিটটি দায়ের করেন মো. মামুনুর রশিদ নামের একজন ব্যক্তি, যার পক্ষে আইনজীবী কাজী আকবর আলী ১৪ মে হাইকোর্টে এ আবেদন করেন। রিটে ইশরাককে মেয়র ঘোষণার রায় ও গেজেট স্থগিত রাখার পাশাপাশি তাকে শপথ না পড়ানোর নির্দেশনা চাওয়া হয়। একইসঙ্গে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে ইশরাককে শপথ না পড়াতে এবং আইন মন্ত্রণালয়কে নির্বাচনী ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। তবে গত ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। এরপর রায়ের কপি হাতে পাওয়ার পর ২২ এপ্রিল নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের পরামর্শ চাইলেও, পরামর্শ না পেয়েই ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে ইশরাককে মেয়র ঘোষণা করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫