|
প্রিন্টের সময়কালঃ ২৯ এপ্রিল ২০২৫ ০১:৩৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ এপ্রিল ২০২৫ ০৭:১৮ অপরাহ্ণ

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে


এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের একান্ত সচিব (পিএস) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে, তাকে সরানোর কারণ সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
 

প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপন অনুযায়ী, গত ৬ এপ্রিল তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়। তবে, এ বিষয়ে প্রজ্ঞাপনে কোনো বিশেষ কারণ উল্লেখ করা হয়নি।
 

মুহাম্মদ হাসনাত মোর্শেদ ২০২৩ সালের ১৮ আগস্ট বিসিএস ২৮তম ব্যাচের কর্মকর্তা হিসেবে উপদেষ্টা ফাওজুল কবির খানের পিএস হিসেবে নিয়োগ পান। নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, উপদেষ্টা যতদিন পদে থাকবেন অথবা পিএস হিসেবে কাউকে নতুন করে নিয়োগ না দেওয়া হবে, ততদিন পর্যন্ত পিএস পদে থাকবেন।
 

এছাড়া, এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ তুহিন ফারাবীকেও তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫