|
প্রিন্টের সময়কালঃ ১৮ আগu ২০২৫ ০৯:৫৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ আগu ২০২৫ ০৪:৩০ অপরাহ্ণ

চারঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত


চারঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত


মোঃশফিকুল ইসলাম,চারঘাট (রাজশাহী):-



“অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে চারঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় চারঘাটও সপ্তাহব্যাপী বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। সোমবার (১৮-২৪ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর আয়োজনে একটি বর্ণাঢ্য মৎস্য র‌্যালী, পোনা মাছ অবমুক্তকরন, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।


 




সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেল নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস।এসময় উপস্হিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ রায়হান কুদ্দুস,উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা নাসির উদ্দিন, ফিল্ড সহকারী মৎস্য কর্মকর্তা ফিরোজ আহম্মেদ ও চারঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কে এম জুবায়ের ইসলাম সহ বিভিন্ন সরকারী কর্মকর্তা ও মৎস্য চাষী সদস্যবৃন্দ।

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণ ও সফল চারজন মৎস্য চাষীদের মাঝে সনদপত্র ও ক্রেস প্রদান করেন ইউএনও জান্নাতুল ফেরদৌস। 

 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫