|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৮:৫১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ আগu ২০২৩ ০২:৪৪ অপরাহ্ণ

ইবরাহিম (আ.)-এর যে ১০টি কাজ সুন্নত


ইবরাহিম (আ.)-এর যে ১০টি কাজ সুন্নত


সলামে দেহের পরিচ্ছন্নতায় ১০টি কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ১০টি কাজ ইবরাহিম (আ.)-এর সুন্নত। তাঁর উপনাম আবুল আম্বিয়া—নবীদের আদি পিতা, আবুল মিল্লাত মুসলমানদের জাতির পিতা। কেননা কয়েকজন ছাড়া সব নবী-রাসুল তাঁর বংশ থেকে এসেছেন এবং তিনি মুসলিম নামটি প্রথম রেখেছেন।

পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রসঙ্গে সুন্নতে ইবরাহিমি হলো ১০টি। পাঁচটি মাথায় এবং পাঁচটি অবশিষ্ট শরীরে। মাথার পাঁচটি হলো : ১. গোঁফ খাটো করা, ২. কুলি করা, ৩. নাক পরিষ্কার করা, ৪. মিসওয়াক করা, ৫. মাথার চুল দুই ভাগ করে আঁচড়ানো।


শরীরের পাঁচটি হলো : ১. নখ কাটা, ২. নাভির নিচের পশম মুণ্ডানো, ৩. খতনা করা, ৪. বগলের পশম উপড়ে ফেলা, ৫. মলদ্বার ও মূত্রদ্বার পানি দ্বারা ধৌত করা। (তাফসিরে কুরতুবি : ১/৭৪)


আয়েশা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘স্বভাবগত কাজ হলো ১০টি। গোঁফ খাটো করা, দাড়ি লম্বা করা, মিসওয়াক করা, নাকে পানি দেওয়া, নখ কাটা, হাত ও পায়ের আঙুলের গিরাগুলো ধৌত করা, বগলের পশম উপড়ে ফেলা, নাভির নিচের চুল মুণ্ডানো, ইসতেনজা করা, কুলি করা। (মিশকাত, পৃষ্ঠা ৪৪)

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, দ্বিনের স্বভাবগত কাজ হলো পাঁচটি : ১. খতনা করা, ২. নাভির নিচের পশম মুণ্ডানো, ৩. গোঁফ খাটো করা, ৪. নখ কাটা, ৫. বগলের পশম উপড়ে ফেলা। (মুসলিম, হাদিস : ২৫৭)


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫