|
প্রিন্টের সময়কালঃ ২২ সেপ্টেম্বর ২০২৫ ০২:০৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৯ অপরাহ্ণ

অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবন্ধী মেয়েকে হত্যাচেষ্টার অভিযোগ


অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবন্ধী মেয়েকে হত্যাচেষ্টার অভিযোগ


মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ-


 

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহিপুর গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি হাবিলদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে নিজ মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগকারী প্রতিবন্ধী নারী বিলকিস আক্তার সোনিয়া রবিবার (২১ সেপ্টেম্বর) জেলা শহরের বাতেন খাঁর মোড়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
 

বিলকিস আক্তার সোনিয়া দাবি করেন, জন্মগত শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তিনি ছোট থেকেই বাবার নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এছাড়া, তার নামে থাকা সম্পত্তি জবরদস্তি দখল করার চেষ্টা এবং একাধিকবার মারধর ও হামলার শিকার হয়েছেন তিনি। চলমান আদালতের মামলার পরেও তার জমি ও মার্কেটে নির্মাণকাজ চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও জানান, একমাত্র মেয়েকে তুলে নেওয়ার হুমকিও দিয়েছেন বাবা ও দুলাভাই।
 

সংবাদ সম্মেলনে বিলকিস আক্তার সোনিয়া বলেন, “আমি শুধু শান্তি, নিরাপত্তা ও সম্মানের সাথে বাঁচতে চাই। শৈশব থেকেই বাবার বুট চাপানো, বেতের আঘাত, একমাত্র মেয়েকে ছিনতাই, বাড়ি থেকে বিতাড়ন ও প্রকাশ্য হামলার শিকার হয়েছি। আমাকে এবং আমার স্বামীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।” তার সঙ্গে স্বামী একে আজাদ ও অন্যান্য স্বজনও উপস্থিত ছিলেন।
 

অভিযুক্ত মোশাররফ হোসেন অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে বলেন, “আমি মেয়েকে কোনো জমিজমা দিইনি। জোর করে জমি দখলের চেষ্টা করেছি, এমন কোনো ঘটনা ঘটেনি। হাতাহাতি হয়েছে কিনা, তাও সত্য নয়।”
 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, মার্কেট নিয়ে আদালতে একটি মামলা চলমান। শনিবার (২০ সেপ্টেম্বর) ৯৯৯-এ সংবাদ পেয়ে পুলিশ বিলকিস আক্তার সোনিয়া ও তার স্বামীকে উদ্ধার করেছে। পরে মোশাররফ হোসেনের মার্কেট নির্মাণকাজ স্থগিত করা হয়। তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫