টেকনাফে পাহাড় থেকে ১৭ বনকর্মী অপহৃত

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন (ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-
কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া এলাকায় পাহাড় থেকে ১৭ জন বনকর্মীকে দুর্বৃত্তরা অপহরণ করেছে বলে জানা গেছে।
এই ঘটনা ঘটেছে সোমবার (৩০ ডিসেম্বর) সকালে, টেকনাফের জাদিমুড়ার পশ্চিম অংশে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপহৃতদের মধ্যে রয়েছেন: আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮), সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০), ও রফিক (৩৩)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, অপহৃত বনবিভাগের কর্মীদের উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন আরও বলেন, বনবিভাগের অধীনে থাকা বনকর্মীরা সকালে কাজ করতে পাহাড়ে গিয়েছিল, এ সময় তাদের কিছু ব্যক্তি ধরে নিয়ে যায়। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫