বিশ্বে প্রথমবার ক্যামেরুনে ম্যালেরিয়ার গণটিকা দেওয়া শুরু করল
প্রকাশকালঃ
২৪ জানুয়ারি ২০২৪ ১১:৪৫ পূর্বাহ্ণ ১৭৬ বার পঠিত
বিশ্বে প্রথমবারের মতো ম্যালেরিয়ার নিয়মিত টিকাদান কর্মসূচি শুরু হয়েছে ক্যামেরুনে। ২০২৪ সালের ২২ জানুয়ারি, সোমবার ইয়ান্ডুবের কাছে একটি স্বাস্থ্যকেন্দ্রে এক কন্যাশিশুকে টিকা দেওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু করা হয়।
এই টিকাদান কর্মসূচির আওতায় ক্যামেরুনের ছয় মাস বয়স পর্যন্ত সব শিশুকে বিনামূল্যে আরটিএস,এস (RTS,S) টিকা দেওয়া হবে। এই টিকাটি জিএসকে (GlaxoSmithKline) নামক একটি ব্রিটিশ ওষুধ কোম্পানি তৈরি করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই টিকাটি অনুমোদন করেছে এবং এটিকে "মশাবাহিত রোগের বিরুদ্ধে লড়াইয়ে একটি ঐতিহাসিক মুহূর্ত" আখ্যা দিয়েছে।
আরটিএস,এস টিকাটি ম্যালেরিয়ার প্যারাসিটকে মেরে ফেলে না, বরং এটি ম্যালেরিয়ার লক্ষণগুলিকে কমিয়ে দেয়। গবেষণায় দেখা গেছে যে এই টিকাটি ম্যালেরিয়ার তীব্রতা কমাতে এবং মৃত্যুর হার হ্রাস করতে কার্যকর।
ক্যামেরুনে এই টিকাদান কর্মসূচির সফলতা আফ্রিকা এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে একটি বড় পদক্ষেপ হতে পারে।