‘সংসদ সদস্যরা প্রভাব বিস্তার বা প্রচারণা চালালে আইনানুগ ব্যবস্থা:নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা

উপজেলা নির্বাচনে সংসদ সদস্যরা প্রভাব বিস্তার করলে বা প্রচারণা চালালে নির্বাচন কমিশন আইনানুগ ব্যবস্থা নেবে বললেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
আজ শনিবার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাটের জেলা প্রশাসনের কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এর আগে জেলার ৫ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার। এ সময় তিনি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে পেশিশক্তি ও অপপ্রচার রোধে সোচ্চার থাকতে হবে। বেশি ভোটাররা যাতে কেন্দ্রে আসেন সে ব্যবস্থা করতে হবে প্রার্থীদের।
এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক এস এম রশিদুল হকসহ ৩ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিবির অধিনায়কসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫