শব্দদূষণ রোধে লাউড কালচারের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান রিজওয়ানা হাসানের

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ এপ্রিল ২০২৫ ০৪:৪৭ অপরাহ্ণ   |   ৯২ বার পঠিত
শব্দদূষণ রোধে লাউড কালচারের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান রিজওয়ানা হাসানের

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

শব্দদূষণ রোধে আমাদের ‘লাউড কালচারের’ বিরুদ্ধে তীব্র সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
 

আজ বুধবার ঢাকার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক পরামর্শমূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যেমনভাবে অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি, তেমনি শব্দদূষণ প্রতিরোধেও সচেতনতা ও সামাজিক চাপ গড়ে তুলতে হবে।”
 

তিনি আরও বলেন, “রাস্তার পাশে চিৎকার করে কথা বলা, অপ্রয়োজনীয় হর্ন বাজানো কিংবা মাইকের অসংবেদনশীল ব্যবহার শুধু আইন লঙ্ঘন নয়, এটি একটি সাংস্কৃতিক ও আচরণগত অবক্ষয়ের প্রকাশ। এই প্রবণতা পরিবর্তনে গণসচেতনতা জরুরি।”
 

উপদেষ্টা জোর দিয়ে বলেন, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিমানবন্দরসহ ‘নিরব এলাকা’গুলোতে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি জনগণকে বোঝাতে হবে—শব্দদূষণও এক ধরনের সহিংসতা, যা স্বাস্থ্য ও মানসিক স্থিতির ওপর মারাত্মক প্রভাব ফেলে।
 

তিনি বলেন, “প্রতিটি মোটরসাইকেল বা প্রটোকল গাড়ির চালক ও যাত্রীকেই সচেতন হতে হবে—অপ্রয়োজনীয় শব্দ সৃষ্টির মাধ্যমে তারা অন্যের জীবন ও শান্তি ক্ষতিগ্রস্ত করছেন।”
 

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এবং অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. খায়রুল হাসান। এছাড়া নীতিনির্ধারক, পরিবেশবিদ, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও সিভিল সোসাইটির সদস্যরাও কর্মশালায় অংশ নেন।