রায়পুরায় র্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক
নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরা উপজেলায় কভার্ড ভ্যান ভর্তি ১০০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১) নরসিংদী। শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় মরজাল বাজার সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে র্যাবের চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়। দুপুরে র্যাব-১১ নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন—যশোরের কোতয়ালী থানার ইছালী ইউনিয়নের জগমোহনপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে সাজেদুর রহমান ওরফে জনি (৪৫) এবং নীলফামারীর জলঢাকা থানার গুলমুন্ডা ইউনিয়নের তিলাই গ্রামের আসাদ উল্লাহর ছেলে তরিকুল ইসলাম ওরফে রাজন (৩০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে তল্লাশির সময় হলুদ রঙের একটি কভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ভ্যানের ভেতরে কৌশলে লুকানো চারটি বড় প্লাস্টিকের বস্তায় রাখা মোট ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি নগদ ৯ হাজার ৭০০ টাকা এবং তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
র্যাব কমান্ডার মো. আরিফুল ইসলাম বলেন, “র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাস, চাঁদাবাজি দমন এবং মাদকবিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে। এরই ধারাবাহিকতায় আজকের সফল অভিযান পরিচালিত হয়েছে।”
আটক ব্যক্তিদের বিরুদ্ধে রায়পুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫