বেরোবিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা শীর্ষক কর্মশালা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্ম-পরিকল্পনা ২০২৩-২৪ বাস্তবায়নের অংশ হিসেবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন কমিটি আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ।
ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন কমিটির সভাপতি প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন বেরোবি সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশন (সিডিটি) এর পরিচালক প্রফেসর ড. মো. মিজানুর রহমান। কর্মশালাটি সঞ্চলনা করেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুল লতিফ ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ফোকাল পয়েন্ট ও উপ-পরিচালক (বাজেট) খন্দকার আশরাফুল আলম। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও দপ্তরের প্রধানগণ অংশগ্রহণ করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫