|
প্রিন্টের সময়কালঃ ০৪ মার্চ ২০২৫ ১০:৫৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ মার্চ ২০২৫ ০১:১৯ অপরাহ্ণ

ইপিজেড থানায় অপহরণ মামলায় ২৪ ঘন্টার মধ্যে ৩ সদস্য গ্রেফতার করেছে পুলিশ


ইপিজেড থানায় অপহরণ মামলায় ২৪ ঘন্টার মধ্যে ৩ সদস্য গ্রেফতার করেছে পুলিশ


ডেস্ক নিউজ ( চট্টগ্রাম ):-



গত২৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে  ফাহিমা আক্তার (২৪) নামে এক নারী তার স্বামী (ভিকটিম )মোঃ তামজিদ ওরফে বল্টু মাঝি (৩০)কে অপহরনকারীগন মুক্তিপন দাবীর বিষয়ে অভিযোগ দায়ের করলে ২৪ ঘন্টা যেতে না যেতেই ২৪ ঘন্টার মধ্যে আসামিদের আটক করে পুলিশ।

 

ঘটনার প্রেক্ষিতে ইপিজেড থানার মামলা নং-০১, তারিখ- ০১/০৩/২০২৫ ইং, ধারা- ৩৬৫/৩৮৫/৩৪ পেনাল কোড রুজু হলে এসআই (নিঃ)/ মোঃ হাছান আলী সঙ্গীয় অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে গত ০১/০৩/২০২৫ ইং তারিখ রাত অনুমান ৩.৩০ টার সময় চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন উত্তর মাদ্রাসা নতুন হাট এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিম মোঃ তামজিদ ওরফে বল্টু মাঝি (৩০) কে উদ্ধার করে।

একই সাথে  অপহরণকারী এজাহার নামীয় আসামী মোঃ আরিফ (২৯), ২। সুমন প্রকাশ আনোয়ার (৩০), ৩। মোঃ জাহাঙ্গীর আলম (৪৩)দেরকে গ্রেফতার করেন। 

 

গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) হাসান আলী।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫