|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:৫৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ আগu ২০২৪ ০৫:৫৭ অপরাহ্ণ

মেট্রোরেল চলাচল শিগগিরই পুনরায় শুরু হতে পারে


মেট্রোরেল চলাচল শিগগিরই পুনরায় শুরু হতে পারে


ঢাকা প্রেস নিউজ


দেশের সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলের চলাচল শিগগিরই পুনরায় শুরু হতে পারে। সম্প্রতি দেশজুড়ে যে বিক্ষোভ-সহিংসতা সংঘটিত হয়েছে, তার জের ধরে মেট্রোরেলের কয়েকটি স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটে। তবে, মূল অবকাঠামোতে কোনো গুরুতর ক্ষতি না হওয়ায় মেট্রোরেল চালু করতে বেশি সময় লাগবে না বলে আশা করা হচ্ছে।

 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন ছাড়া বাকি সবগুলো স্টেশন চালু করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। এই দুটি স্টেশনে ভাঙচুর বেশি হওয়ায় তা মেরামত করতে কিছুটা সময় লাগবে।
 

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী জানিয়েছেন, মেট্রোরেল চালু করার বিষয়ে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে এ বিষয়ে আলোচনা করা হবে।
 

উল্লেখ্য, গত ১৮ জুলাই মিরপুর ১০ নম্বর গোলচত্বরে পুলিশবক্সে অগ্নিসংযোগের ঘটনার পর থেকে মেট্রোরেলের চলাচল বন্ধ রাখা হয়। এরপর মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫