|
প্রিন্টের সময়কালঃ ০৬ জুলাই ২০২৫ ০৪:২৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ জুলাই ২০২৫ ০৬:১৫ অপরাহ্ণ

সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে যুবকের মৃত্যু


সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে যুবকের মৃত্যু


মোহাম্মদ করিম, বিশেষ প্রতিনিধি:-



চট্টগ্রামের সাতকানিয়ার চরতী ইউনিয়নে বন্য হাতির হামলায় সাদেক হোসেন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঘোনাপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

 

নিহত সাদেক হোসেন স্থানীয় আবুল হোসেনের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।
 

স্থানীয় ইউপি সদস্য মো. আলী জানান, কিছুদিন ধরে পাহাড়ি এলাকা থেকে নেমে আসা বন্য হাতির একটি পাল লোকালয়ে এসে আতঙ্ক সৃষ্টি করছিল। ওই রাতে সাদেক হোসেন বাজার থেকে কেনাকাটা শেষে একা বাড়ি ফিরছিলেন। পথে একটি বন্য হাতি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে উপরে তুলে আছড়ে ফেলে। এতে তিনি গুরুতর আহত হন।
 

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পথেই তার মৃত্যু হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫