|
প্রিন্টের সময়কালঃ ০৭ এপ্রিল ২০২৫ ০৪:১৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ নভেম্বর ২০২৪ ১২:২১ অপরাহ্ণ

টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত আটক


টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত আটক


ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-

 

কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 

সোমবার (৪ নভেম্বর) ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জিম্বংখালী পয়েন্ট এলাকায় বিজিবির একটি অভিযানে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি মো. আলম (১৯), উখিয়া উপজেলার বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৭ ব্লকের বাসিন্দা। তার কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, ৫টি গুলি এবং ১টি খালি খোসা উদ্ধার করা হয়।
 

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, ভোরে নাফ নদীর জিম্বংখালী পয়েন্ট এলাকায় জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে হাতে ছোট একটি ব্যাগসহ এক ব্যক্তিকে তীরের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামার নির্দেশ দেন। তিনি পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।
 

আটক যুবক স্বীকার করেছে যে সে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক একটি সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য এবং টেকনাফের বিভিন্ন মার্কেট, দোকান ও বাড়িঘরে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত ছিল।
 

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫