বঙ্গোপসাগরে চারদিন ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:-
বঙ্গোপসাগরে চারদিন ধরে ভাসমান ১৩ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সুন্দরবনের দুবলার চর এলাকায় একটি ফিশিং ট্রলার ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়লে, কোস্ট গার্ড তাদের উদ্ধার করে।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দুপুর ২টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে, কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল দ্রুত অভিযান শুরু করে।
‘এমভি মা বাবার দোয়া’ নামের ফিশিং ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের দুবলারচরের আলোরকোল থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল পশ্চিমে ভাসছিল। খবর পেয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের আউটপোস্ট দুবলা থেকে চার সদস্যের একটি উদ্ধারকারী দল দ্রুত ট্রলারটির অবস্থান শনাক্ত করে এবং বৃহস্পতিবার সকালে ১৩ জন জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারের পর ট্রলারসহ জেলেদের নিরাপদে দুবলার চরে নিয়ে আসা হয়। জানা গেছে, বরগুনার পাথরঘাটা থেকে মাছ ধরার উদ্দেশ্যে ১২ দিন আগে সমুদ্রে যাত্রা করেছিল এই ট্রলারটি। ইঞ্জিন বিকল হয়ে পড়ায় তারা চারদিন ধরে সাগরে ভাসছিলেন এবং খাবার ও পানির অভাবে ভুগছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫