ভারতকে আক্রমণাত্মক ক্রিকেট খেলার পরামর্শ দিলেন গাঙ্গুলী

দশ বছর ধরে আইসিসির ইভেন্টে শিরোপা জিততে না পারার খরা কাটাতে ভারতকে ‘আক্রমণাত্মক ক্রিকেট’ খেলার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ২০১৩ সালে সর্বশেষ আইসিসির ইভেন্টে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলো ভারত। এরপর ২০১৫ ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রেষ্ঠত্বের মুকুট পড়তে পারেনি ভারত।
তবে এই বছরের শেষ দিকে ঘরের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জয়ের অন্যতম ফেভারিট দল ভারত। ওয়ানডে বিশ্বকাপের আগে আগামী জুনে ওভালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে গাঙ্গুলী বলেন, ‘আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে ভারতকে, বিশেষ করে টি-টোয়েন্টিতে। ভারতের ক্রিকেটে সবসময়ই প্রতিভা ও একটি বড় পুল থাকবে। যারা ক্ষুধার্ত থাকে তারাই পরের ধাপে যেতে পারে। বিষয়টি হচ্ছে আমরা কিভাবে বড় টুর্নামেন্টের জন্য নিজেদের প্রস্তুত করি।’
ভারতের তিন ফরম্যাটের অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়ের সমালোচনা করতে রাজি নন গাঙ্গুলী। তিনি বলেন, ‘খুবই ভারসাম্যপূর্ণ মানুষ এবং ভারতীয় ক্রিকেটের জন্য যা ভালো তাই করবে।’
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক প্রধান গাঙ্গুলি মনে করেন, ভবিষ্যতে ভারতের স্থায়ী অধিনায়ক হতে পারেন হার্দিক পান্ডিয়া। গেল বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অধিনায়ক হিসেবে অভিষেক মৌসুমেই গুজরাট লায়ন্সকে শিরোপার স্বাদ দেন পান্ডিয়া। রোহিতের অনুপস্থিতিতে বেশ কয়েকবার ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন পান্ডিয়া।
গাঙ্গুলী বলেন, ‘আইপিএল নতুন-নতুন খেলোয়াড়ের জন্ম দেয়। আমরা দেখেছি, আইপিএলে কতটা ভালো অধিনায়কত্ব করেছে পান্ডিয়া। এই কারণেই সংক্ষিপ্ত ভার্সনে ভারতের অধিনায়কত্ব করছেন তিনি।’
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫