শ্রীপুরে বাসের ধাক্কায় নারী পোশাকশ্রমিকের মৃত্যু

ঢাকা প্রেস,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:-
গাজীপুরের শ্রীপুরে দ্রুতগামী বাসের ধাক্কায় শামীমা আক্তার (২৫) নামে এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার মাওনা এলাকার আরএকে সিরামিকস কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীমা আক্তার নেত্রকোণার বারহাট্টা উপজেলার গোবিন্দপুর গ্রামের সোনা মিয়ার মেয়ে। তিনি মাওনা নয়নপুর এলাকার ফার্সিং নিট কম্পোজিট লিমিটেড কারখানায় সহকারী অপারেটর (হেলপার) হিসেবে কর্মরত ছিলেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, কারখানা ছুটির পর শামীমা মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির সৌখিন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
সহকর্মীর মৃত্যুতে কারখানার শ্রমিকেরা ঘটনাস্থলে এসে সাময়িক উত্তেজনা সৃষ্টি করলেও যান চলাচলে বড় কোনো বিঘ্ন ঘটেনি। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫