|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০২:৫৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ অক্টোবর ২০২৩ ০৩:২৩ অপরাহ্ণ

দুর্ঘটনার শিকার হলেন পূজামণ্ডপে বলিউড অভিনেত্রী কাজল


দুর্ঘটনার শিকার হলেন পূজামণ্ডপে বলিউড অভিনেত্রী কাজল


দুর্গাপূজাকে ঘিরে সবার সঙ্গে পূজার ক’টা দিন একেবারে বাড়ির মেয়ের বেশে কাজে ব্যস্ত থাকেন বলিউড অভিনেত্রী কাজলও। বিভিন্ন পূজামণ্ডপ দর্শন করছেন, আনন্দ করছেন তিনি। তবে এর মাঝেই তার সঙ্গে ঘটে গেল এক দুর্ঘটনা। ইতোমধ্যে সেই দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওতে দেখা যায়, চুলের খোঁপায় গোঁজা ফুল, সঙ্গে হালকা মেকআপে বেশ নজরকাড়া লুকে সেজেছেন কাজল। এমন সাজে পূজামণ্ডপের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে মুঠোফোনে কিছু একটা করছিলেন তিনি। কিন্তু আকস্মিকভাবে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলেন কাজল। এসময় কাজলের পরনে গোলাপী রঙের শাড়ি ও কানে দুল।


সিঁড়ির সামনে দাঁড়ানো ছিল কাজলের ছেলে, বোন তানিশা ও অন্যরা। তাকে এই অবস্থায় দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন কাজলের বোন তানিশা। দ্রুত অভিনেত্রীকে ধরে ফেলে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে দেন তিনি।


তবে এ ঘটনায় কাজল গুরুতর আঘাত পেয়েছেন কি না সেটা এখনও জানা যায়নি। বেশ উঁচু থেকে পা পড়ায় ধারণা করা হচ্ছে, কম হলেও ব্যথা পেয়েছেন তিনি। মুখার্জি বাড়ির দুর্গাপূজার আলাদা নামডাক রয়েছে, মূলত সেখানেই এই দুর্ঘটনা ঘটে।

কাজল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাস্ট স্টোরিজ টু’। গত ২৯ জুন মুক্তি পেয়েছে এটি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’। আমেরিকান সিরিজ ‘দ্য গুড ওয়াইফ’র ভারতীয় সংস্করণ এটি। এ সিরিজে আইনজীবী নয়নিকা সেনগুপ্তের চরিত্রে অভিনয় করেছেন কাজল।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫