পলাশবাড়ীতে মেসার্স মা-বাবার দোয়া ট্রেডার্স এ অগ্নিকান্ডে প্রায় ২০লক্ষ টাকার ক্ষতিসাধন

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,স্টাফ রিপোর্টার:-
গাইবান্ধার পলাশবাড়ী আমলাগাছী বাজারে মা-বাবার দোয়া ট্রেডার্স বীজ ও কীটনাশক এর দোকানে অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায় ৯অক্টোবর বুধবার দিবাগত রাত আনুমানিক ১২ ঘটিকার সময় হঠাৎ করে তার ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
মেসার্স মা বাবার দোয়া ট্রেডার্স এর স্বত্বাধিকারী পাপুল সরকার জানান ৯অক্টোবর বুধবার প্রতিদিনের মত রাত আনুমানিক ১০.৪০ মিনিটে দোকান বন্ধ করে আমি গাইবান্ধার বাসায় চলে যাই। পরে পাশ্ববর্তী ফলের দোকানদারসহ বেশ কয়েকজন ব্যবসায়ী রাত ১২ টার সময় আমার দোকানে আগুন লাগার বিষয়টি আমাকে ফোনে জানায়।
আগুন লাগার বিষয়ে জানাতে চাইলে পাশ্ববর্তী ফলের দোকানদার জিল্লু মিয়া বলেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। প্রতিদিনের মত আমি দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় দেখি পাপুলের দোকানের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে ও ধোঁয়া বের হচ্ছে পরে আশেপাশের লোকজনসহ বাজারে গিয়ে মানুষজনকে ডাকাডাকি করে নিয়ে এসে দোকানের সার্টার ভেঙ্গে বালি,পানি ও পাশের দোকানের অগ্নি নিবারক গ্যাস দিয়ে আমরা আগুন নিভাতে সক্ষম হই।
অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান জানতে চাইলে পাপুল বলেন আমি কয়েকটি কোম্পানির পরিবেশক, গতকালও আমি কয়েকটি কোম্পানির কাছ থেকে প্রায় ১৪ লক্ষ টাকার কিটনাশক,ঔষধ ও অন্যান্য মালামাল ক্রয় করেছি। আমার দোকানের কীটনাশক, সার,ঔষধ, ম্যামো প্রয়োজনীয় কাগজপাতিসহ সবমিলিয়ে আমার প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমার ব্যবসা ছাড়া আর কিছু নেই আমি এখন সর্বশান্ত প্রায় নিঃশ্ব।
এদিকে পলাশবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দোকানটি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা সাংবাদিক শাহআলম সরকার, উপদেষ্টা ফেরদৌস মিয়া,সদস্য আব্দুল মতিন, ওমর ফারুক প্রমুখ সহ অনেকে।
এ বিষয়ে পলাশবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান তিনি।।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫