|
প্রিন্টের সময়কালঃ ২৪ আগu ২০২৫ ১০:২৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ আগu ২০২৫ ১০:২৮ অপরাহ্ণ

কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠিত


কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠিত


মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম):-

 

পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মতো চর বিষয়ক মন্ত্রণালয় ও দারিদ্র্য বিমোচন করার দাবিতে  আজ শনিবার দুপুরে জেলা পরিষদ হলরুমে কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়। 

কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক ও অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে বক্তব্য  রাখেন কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা , সহ-সভাপতি স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডাঃ শাহাদত হোসেন, রাজিবপুর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, সাংবাদিক ইউনুছ আলী, আশরাফুল হক রুবেল, যুগ্ম সম্পাদক বাসেত সরকার বিপ্লব, সাংগঠনিক সম্পাদক সাইয়েদ আহমেদ বাবু, শিক্ষক এনামুল হক,এডভোকেট আশরাফ আলী, সাংবাদিক ফজলুল  ফারাজি, সাংবাদিক জুয়েল, সাংবাদিক সুজন মোহন্ত, সাংবাদিক আহমেদ কবির, মিজানুর রহমান, মাসুদ রানা বাবু, জাফর আহমেদ,প্রমুখ।

কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু  জানান, ৪ শত ৬৯ টি চরে সাড়ে ৫লাখ মানুষ এখন দূর্বিসহ জীবন যাপন করছে। প্রায় ৯২ হাজার ৬৭২ জন প্রতিবন্ধী, ৭০দশমিক ৮ শতাংশ দরিদ্র, ৫৩ দশমিক ৩ শতাংশ মানুষ হতদরিদ্র এসমস্ত  লোক ঘুম থেকে উঠে সকালে কী খাবে এই ব্যবস্থা নেই।

এছাড়া সারাদেশে ৪৪ টি মন্ত্রণালয় আছে কিন্তু কুড়িগ্রামের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য আলাদা একটি মন্ত্রণালয় প্রয়োজন।

এই প্রেক্ষাপটে কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ গঠন করা হয়েছে। এই কমিটির কাজ সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা।

এছাড়া উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন কুড়িগ্রামের প্রতিটি সেক্টরের অন্যায় অবিচার দুর্নীতি রোধ করে জেলার উন্নয়নে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫